Posts

Showing posts from March, 2022

ক্রিস্টিয়ানো রোনালদো: তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

Image
  ক্রিস্টিয়ানো রোনালদো:  ফিফার ঘোষণা অনুযায়ী বর্তমানে সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের বাছাই পর্বে একক নৈপুণ্যে ইউরোপ অঞ্চলে পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন করে সরাসরি নিশ্চিত করে বিশ্বকাপে খেলা। চলুন দেখে নিন দেশের হয়ে কত ম্যাচ খেলে কত গোল করেছেন ৩২ বছর বয়সী এ তারকা। ম্যাচ:       ১৪৭টি গোল:     ৭৯টি।  এ্যাসিস্ট:  ৩৫টি বিশ্বকাপের তিন আসরে অংশ নিয়ে রোনালদো খেলেছেন ১৩ ম্যাচ। গোল করেছেন ৩টি। এ্যাসিস্ট ২ সে সাথে হলুদ কার্ডও খেয়েছেন ২টি।  বিশ্বকাপ বাছাই পর্বে ৩৮টি ম্যাচ খেলেছেন রোনালদো। ৩০টি গোলের পাশাপাশি এ্যাসিস্ট করেছেন ১২টি। হলুদ কার্ড ৭টি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছেন ৪৪টি। গোল সংখ্যা ১৫, এ্যাসিস্ট ৮ ও হলুদ কার্ডের সংখ্যা ৫টি।  ইউরো কাপে রিয়াল মাদ্রিদের প্রাণভোমর ২১টি ম্যাচে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন ৯টি। এ্যাসিস্ট ৮ এবং হলুদ কার্ডের সংখ্যা ৩টি। ইউরো কাপের বাছাই পর্বে ২৭টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন। করেছেন ২০ গোল, এ্যাসিস্ট ৪ হলুদ কার্ডও ৪টি। কনফেডারেশন কাপে ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রোনালদো। করেছেন ২টি গোল। এ্যাসিস্ট ১টি।

নেইমার মেসি তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

Image
  নেইমার:  ২০২২ কাতার বিশ্বকাপে সবার আগে নিজেদের টিকিট নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে চরমভাবে বিদায় নেয় তারা। তাই এবারের লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা অর্জন। আর যার নেতৃত্ব দেবেন পিএসজির প্রাণভোমর নেইমার। চলুন তার আগে জেনে নেয়া যাক জাতীয় দলের হয়ে ২৫ বছর বয়সি নেইমার কত ম্যাচে কত গোল করেছেন। ম্যাচ:       ৮৩টি গোল:     ৫৩টি।  এ্যাসিস্ট: ৩৬টি বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি আসর খেলেছেন নেইমার।  এ এক আসরে তিনি অংশ নিয়েছেন মাত্র ৫টি ম্যাচে। করেছেন ৪টি গোল এবং এ্যাসিস্ট ১টি। হলুদ কার্ড ১টি। বিশ্বকাপ বাছাই পর্বে ১৪টি ম্যাচ খেলেছেন নেইমার। ৬টি গোলের পাশাপাশি এ্যাসিস্ট করেছেন ৯টি। হলুদ কার্ড ৮টি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছেন ৫৩টি। গোল সংখ্যা ৩৬, এ্যাসিস্ট ২১ ও হলুদ কার্ডের সংখ্যা ৯টি।  কোপা আমেরিকা কাপে পিএসজির  প্রাণভোমর ৬টি ম্যাচে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন ৩টি এবং এ্যাসিস্ট  করেছেন ১টি। হলুদ কার্ডের সংখ্যা ২টি আর লাল কার্ডও খেয়েছেন ১টিতে।  কনফেডারেশন কাপে ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নেইমার। করেছেন ৪টি গোল। এ্যাসিস্ট

লিওনেল মেসি তার ক্যারিয়ারে কত গোল করেছেন?

Image
লিওনেল মেসি আসন্ন কাতার বিশ্বকাপ প্রায় অনিশ্চিত ছিল আর্জেন্টিনার। কিন্তু বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে পরাজিত করে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আর এ ম্যাচে হ্যাট্রিক করে কোটি ভক্তের আশা পূরণ করেন মেসি। চলুন জেনে নেয়া যাক ৩০ বছর বয়সী লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে কত ম্যাচ খেলে কত গোল করেছেন। ম্যাচ:       ১২৩টি গোল:     ৬১টি।  এ্যাসিস্ট:  ৪২টি বিশ্বকাপের তিন আসরে অংশ নিয়ে মেসি খেলেছেন ১৫ ম্যাচ। গোল করেছেন ৫টি। এ্যাসিস্ট ৬টি।  বিশ্বকাপ বাছাই পর্বে ৪৫টি ম্যাচ খেলেছেন মেসি। ২১টি গোলের পাশাপাশি এ্যাসিস্ট করেছেন ১১টি। হলুদ কার্ড ১টি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছেন ৪২টি। গোল সংখ্যা ২৭, এ্যাসিস্ট ১২ ও হলুদ কার্ডের সংখ্যা ৩টি।  কোপা আমেরিকা কাপে বার্সার প্রাণভোমর ২১টি ম্যাচে অংশ নিয়েছেন। প্রতিপক্ষের জালে গোল জড়িয়েছেন ৮টি। এ্যাসিস্ট ১৩ এবং হলুদ কার্ডের সংখ্যা ৩টি।

ব্লু-টুথ কি? বৈশিষ্ট্য সুবিধা-অসুবিধা এবং ব্যাবহার (তারবিহীন মাধ্যম)

Image
স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস এটোকলকে ব্লু-টুথ বলে। অর্থাৎ নিম্নশক্তিসন্ত্র রেডিও - High Frequency) সঞ্চালনে ডেটা আদান-প্রদানে সক্ষম তারবিহীন স্বল্প দূরত্বে ব্যবহৃত একটি ওপেন ওয়্যারলেস প্রযুক্তিকে ব্লু-টুথ বলে। ব্লু-টুথ সমন্বিত যন্ত্রপাতি সুইচ অন করার সাথে সাথে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে একে অপরের সাথে যোগাযোগ ঘটাতে সক্ষম হয়। দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লু-টুথ এর নামানুসারে এ প্রযুক্তির নামকরণ করা হয়। ads ইন্টেল, এরিকসন ও গ্রীকম প্রস্তাবিত ব্লু-টুথ (B) হচ্ছে এমন একটি প্রটোকল যা নিম্নশক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবহন করতে সক্ষম। দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে তারের ব্যবহার শুরু হয়েছে সুদীর্ঘকাল থেকেই। কিন্তু কোনো যন্ত্র যদি ভ্রাম্যমাণ ও বহনযোগ্য হয় সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। এ সমস্যা থেকে সমাধানের জন্য ভারবিহীন যোগাযোগ পদ্ধতির উদ্ভব ঘটে। এটি 2.4 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। ব্লু-টুথ 1.2 সংস্করণে ডেটার হার। Mbps এবং 2.0 সংস্করণে 3 Mbps: ট্রুথ প্রযুক্তিতে কম ক্ষমতাবিশিষ্ট ব